Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali-2020

Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali-2020

হিন্দু ধর্মাবলম্বী মানুষরা অনেকেই Bholenath Status তাঁর নিজের Whatsapp বা Facebook Status এবং আরো অনেকে Social Media Website গুলিতে DP হিসাবে ব্যবহার করে থাকেন তাই আজ আমরা আপনাদের সাথে শেয়ার করছি Latest Bholenath Status in Bengali.

আলোচিত কাহিনী অনুযায়ী দেবাধিদেব মহাদেবের নির্মান ব্রহ্মা দ্বারা। আবার শিব মহাবিশ্বের ধ্বংসকারী হিসাবেও পরিচিত। ভগবান দেবাধিদেব মহাদেবের তিনটি চোখ রয়েছে এবং তৃতীয় চোখটি কপালের মাঝে অবস্থিত। কাহিনীতে আরো শোনাযায় যে মহাদেব হিমালয়ের কৈলাশ পার্বতে বাস করেন, গাঁজা খান এবং বাঘ চাল পরিধান করতেন।  শিব তন্দব কাহিনী আমাদের কারোর অজানা না। দেবাধিদেব মহাদেবের মাথার লম্বা চুল, মাথায় একটি অর্ধচন্দ্র রয়েছে এবং গঙ্গা নদীটি তাঁর চুল থেকে প্রবাহিত হয়। শিবের গলে নাগদেবতা বিরাজিত এবং দুটি হাতে একটিতে ডম্রু এবং অপর হাতে থাকে ত্রিশূল।
Bholenath Status in Bengali
ভোলানাথ, মহাদেব, মোহাকাল, দেবাধিদেব এগুলি শিবের ভিন্ন নাম। হিন্দু ধর্মালম্বী মানুষের কাছে মহাদেব অন্যতম পূজ্য দেবতা। তাই হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ভোলেনাথ সর্বশ্রেষ্ঠ দেবতা হওয়ায় Bholenath Status আমরা অনেকেই আমাদের Social Media তে Share বা Whatsapp এবং Facebook এ Mahadev Status লাগিয়ে থাকি।

ভারতে অধিকাংশ জায়গাতেই ভোলানাথ সর্বশ্রেষ্ঠ দেবতা হিসাবে ভোলেনাথের শিবলিং পূজা করা হয়। ভোলেনাথের কয়েকটি প্রধান প্রধান প্রধান মন্দির হলো কেদারনাথ যা উত্তরাখণ্ড, বদ্রীনাথের যেখানে শিবলিঙ্গটি গলানো বরফ দ্বারা তৈরি হয়েছিল, বারাণসী যেখানে মন্দিরটি সোনার সমন্বয়ে তৈরি এবং তারকেশ্বর। বিশ্বজুড়ে ভোলে বাবার লক্ষ লক্ষ ভক্ত শ্রাবন মাসে এই তারকেশ্বর মন্দিরে মহাদেবের দর্শনের জন্য আসেন।

আমরা এই পোস্টের মধ্যে বেস্ট ভোলেনাথ স্টেটাস শেয়ার করছি আপনাদের মধ্যে, আসা করছি এই পোস্টটি আপনাদের অনেক ভালোলাগবে। ভালো লাগলে এই পোস্টটি অনেক শেয়ার করুন এবং আরো অনেককে এই মহাদেব স্টেটাস পেতে সুযোক করে দিন।


Download Bholenath Status in Bengali



Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali


কারোর ভ্যাং-এর নেশা, আমার শুধু তোর নেশা। জয় শিভ শম্ভূ।


ভোলে ও শঙ্কর ভোলে, মন কখনো চঞ্চল হবেনা কারণ প্রতিটি শিরাতে তুই বিরাজ করিস।


আকাশ নাচবে, পৃথিবী দুলবে, যখন মহাকালের আবির্ভাব হবে। ॐ ॐ ॐ


কেউ টাকার উন্মাদ, কেউ সৌন্দর্যের উন্মাদ। আর আমি কেবল মহাদেবে উন্মাদ। হর হর মহাদেব।

Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali

ভাগ্যবান হওয়া ভাগ্যে লেখা থাকে, আর যে ভাগ্য বদলায় তাকে মহাকাল বলে। জয় মহাকাল !!!


জিজ্ঞাসা করোনা আমার পরিচয় - আমি জটধারী, আমি ভাস্মধারী, আমি মহাকালের পূজারী। জয় জয় মহাকাল।


যখন এই পৃথিবী আমাকে একটি কঠিন পরিস্থিতিতে ফেলেন, তখন মহাকাল আমার জন্য লক্ষ লক্ষ পথ খুলে দেয়। জয় মহাকাল।

Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali

এটা আমার সৌভাগ্য যে তুমি আমাকে তোমার পূজারী বানিয়েছো। আমি নিজের থেকে দূরে থাকতে পারবো কিন্তু তোমার থাকে দূরে না। বোম ভোলে।


এই নেশা কোনো মদের নেশা না যে কিছুক্ষন পর কেটেযাবে। এটা মহাদেবের নেশা একবার হলে কোনোদিনও কাটবে না। হার হার মহাদেব।


আসছি বোলেনাথের দরবারে, নিজের মাথানত করতে। হাজার জন্মও কম পরবে তোমার ঋণ শোধ করতে। ॐ নমঃ শিবায়ঃ।


কিছুটা উন্মাদ আছি কারণ সত্য হৃদয়ে আমি মহাকালের পাগল ভক্ত।


ভোলে তোর মহিমা অসীম আমি উপলক্ষ মাত্র। কোথাও ভ্যাং কোথাও গাঁজা কোথাও আবার বিষের পাত্র।


অশ্রূ ভরা এই চোখ আমার মহাকালই মোছায়। তখন কেবল মহাদেবই আসে যখন সবাই ফাঁকিদেয়।



Bholenath Images Status With Quotes



Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali

না মৃত্যুর দুঃখ, না বেঁচে থাকার আনন্দ। যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে ততক্ষন আমি মহাদেবের ভক্ত।


যার সিরায় সিরায় শিব থাকে সে বিষ পানে ভয় পায় না। এই জগৎ তাকে কি জ্বালাবে যে আগুনের উপর বিরাজমান।

Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali

আমার পরিচয় জিজ্ঞাসা করো না, আমি একজন ভষ্মধারী। ভষ্ম যার পূজ্য, আমি সেই ভোলানাথের পূজারী।


কিছু মানুষ সম্পদ পাগল, কিছু মানুষ খ্যাতি পাগল। নির্মল আমার হৃদয়, আমি কেবল মহাদেবের জন্য পাগল।

Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali

যিনি ভাগ্য লেখেন তিনি ভগবান আর যিনি ভাগ্য তৈরী করেন তিনি মহাকাল।

Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali

আমি মহাকালের ভক্ত তাই জীবনে চাই না কিছু বেশি। জীবন শুধু ধোঁয়া তাই আমরা ছিলিমেই খুশি।


আমি সমাধিতে বিলীন, আমি হতবাক, আমি অবাক। আমি শিব, আমি শম্ভূ, আমিই মহাকাল।

Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali

বাতাসে আজিব নেশা ছড়িয়েছে। মনেহয় বাবার ভক্ত আসছে।

Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali

ভোলানাথের ভক্ত আমি তাই ভোলা ভাবে থাকি। কিন্তু মনে রেখো আমি তান্ডব করতে জানি।


যেই সমস্যার নেই কোন উপায়। তার সমাধান হলো ॐ নমঃ শিবায়ঃ।




Bholenath Quotes Status in Bengali




শেঠ লোকেরা মুক্তো, হীরা এবং গহনা পরেন, আমি মহাদেবের ভক্ত তাই আমরা রুদ্রাক্ষ পরি। বোমা ভোলে !!

Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali

ভালোবেসে পান করি ভ্যাং-এর পেয়ালা, ভয় কি যখন সাথে আছে আমার তিরসুলবালা।


এটা তোর ভালোবাসা যে তুই আমাকে তোর দিবানা বানিয়েছিস। আমি নিজের থেকেই দূরে ছিলাম তুই আমাকে আপন বানিয়েনিয়েছিস।


অবাঞ্ছিত চিন্তা করিস না, শিবের নাম নিয়ে যা। শিব নিজের কাজ করবেন তুই নিজের কাজ করে যা।


মহাদেব তোমাকে ছাড়া জীবন অর্থহীন, আমি শব্দ তোর তুই অর্থ আমার।


হে ভোলানাথ, হে শিবশঙ্কর। জিতব সব বাজি তাই তোমায় যদি সাথে পাই।


কাল অনেক মহাকাল এক। দেবতা অনেক মহাদেব এক।
শক্তি অনেক শিব শক্তি এক চোখ অনেক কিন্তু ত্রিনেত্রধারী এক।
জয় বাবা ভোলানাথ।

Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali

কালও তুমি মহাকালও তুমি। ইহলোক তুমি পরলোকও তুমি। শিবও তুমি সত্যও তুমি।


আমরা বাঙালী গুরু আমাদের উপর মহাদেবের ছায়া। আমাদের কাছে ভোলানাথই সবকিছু বাকি সব মায়া।


মাথানত করি শুধু তোমারি আগে ভোলানাথ। কেবল দর্শন দাও তাতে এই প্রাণই লাগে।


না চিন্তা না ভয়। জয় শিব সম্ভূর জয়।


এই পৃথিবীর সর্বত্র ভোলেনাথ আপনার স্থান। প্রতিটি ভক্তের কাছে আপনি এবং প্রতিটি ভক্ত আপনার কাছে মূল্যবান।


হে কৈলাশের রাজা, দম লাগাতে আজা। ছিলিম বানিয়েছি তাজা। আমার ভোলেবাবা আজা।



Mahadev Status in Bengali Attitude



Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali

মাথা উঁচু করে চলি কারণ আমার উপর মহাদেবের কৃপা।
তাই শিবের ভক্তিতে আমার জীবন উৎসর্গ।

জীবন্ত শ্বাস আর রক্তছিলিমে গাঁজা দুধ আর ভ্যাং। দেবতারাও ভাবে বার বার দম লাগায় হাজার বার এমনই মহাকাল।

Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali

কেউ বল্লেই ভগবান হওয়া যায় না। কেউ চাইলেও বিষ পান করতে পারে না।


শিরায় শিরায় শিব আছেন, আছেন হৃদয় ভোরে। আজও শিব কালও শিব, আছেন বিশ্ব জুড়ে।


তুমি থাকো প্রেমিকের সাথে, আমি ভোলানাথকেই ডাকবো। তুমি সেলিব্রেট করো ভ্যালেনটাইন আমি শিবরাত্রিই মানবো।

Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali

যার সাথে থাকেন স্বয়ং ভোলানাথ। সে আর যাই হোক হয় না অনাথ।


চাই না আমি অর্থ চাই না আমি স্বর্গের সুখ। নিস্বার্থ পূজারী আমি তোর চরণে আমার সুখ।


শত্রুর শাক্তি দেখে আমি পিছুপা হই না। আমি মহাকালের পূজারী কাউকে ভয় পাই না।

Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali

হে ভোলেনাথ, সুখ দিলে এতটাই দাও যে মনে অহংকার না আসে। আর দুঃখ দেলে এতটাই দাও যে তোমার উপরথেকে আস্তা না চলে যায়। 


সবাই সুন্দর মেয়েদের জন্য পাগল। কিন্তু আমি সেই মেয়েটির জন্য পাগল। যে ভোলেনাথের জন্য পাগল।


আমি আর আমার ভোলানাথ দুজনেরই ভুলো মন জানি। উনি আমার অপরাধ ভুলে যান আর আমি ওনার মেহেরবানী।

Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali

আছে বুকে মহাকালের ছবি, নেই পকেটে আমার টাকা। সকাল থেকে সন্ধা দেখি তোকে, তুেই ছাড়া দুনিয়া ফাঁকা।


স্বর্গে দেবতাও তাদের অভিনন্দন জানান ,যে সর্বদা মহাকালের পূজা করেন।



Bholenath Shayari Status In Bengali




পৃথিবীর সকল প্রেমই স্বার্থপরতায় ভরা। পবিত্র প্রেম কেবল আমার মহাদেবের পা গাঁথা।


শিবই প্রদীপ, শিবই দীপক। শিব বিনা সবই খালি। নীলকণ্ঠ মহাদেবের জয়, ওম নমঃ শিবায়া।


কে বলে ভোলানাথকে দেখাযায় না। কেবল ভোলানাথকেই দেখাযায় যখন অন্য কাউকে দেখাযায় না।

Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali

তোমার ভক্তিতে বিভোর আমি এতটাই। লিখি তোমার স্টেটাস আর ফেমাস নিজেই হই।


ডম ডম ডম এই মাটি কাঁপছে। বোম বোম বোম আওয়াজ আসছে।


ভোলানাথের ভক্ত আমি বাজরংবলীর চেলা। যেদিন মুড বিগড়া এই দুনিয়া তোলপাড় করব একলা।

Bholenath Status | Mahadev Mahakal Shiva Status in Bengali

যে মহাকালকে হৃদয় দেয়। মহাকাল তাকে হৃদয় থেকে দেয়।


ভোলেনাথ তোর ওই মাতাল চোখের অনেক বদনাম আছে। তাই দিয়ে পান করা গাঁজা মদের কি কাজ আছে। 


***ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ***

12 মন্তব্যসমূহ

  1. _একাকিত্বে যদি নিজেকে লাগে অসহায়_
    _স্মরণ করো মহাদেব কে , পেতেও পারো নতুন করে বাঁচার উপায়_ 💙🙏

    উত্তরমুছুন
  2. কিসের gf কিসের bf ভালো বাসার আরেক নাম Har har mahadev ❤️

    উত্তরমুছুন
  3. উত্তরগুলি
    1. শত্রুর শাক্তি দেখে আমি পিছুপা হই না। আমি মহাকালের পূজারী কাউকে ভয় পাই না।

      মুছুন
  4. মহাদেব দেব কে ভালোবাসা

    উত্তরমুছুন
  5. শিরায় শিরায় রক্ত, আমি মহাদেব এর ভক্ত

    উত্তরমুছুন
  6. তুমি শ্রেষ্ট তুমি সত্য

    উত্তরমুছুন
  7. জীবন আছে যত দিন বাবার ভক্ত তো তো দিন

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
close