Aloe Vera for Hair in Bengali | চুলের জন্য এলোভেরা

চুলের উপকারিতার এলোভেরার (Alovera) গুনাগুন।

এলোভেরা বা ঘৃতকুমারী পাতার রসের অনেক ঔষধি গুন আছে এটি আমরা অনেকেই জানি। এটি ত্বকের অনেক সমস্যায় সমাধানের আমরা ব্যবহার করেথাকি। কিন্তু এই এলোভেরা বা ঘৃতকুমারী চুলেরও অনেক উপকারে লাগে সেটা হয়তো আমাদের অনেকেরই অজানা। আসুন আজ জানে নিই এই এলোভেরাকে কিভাবে চুলের সমস্যা দূর করতে ব্যবহার হয়।
aloe vera for hair
Aloe Vera for Hair | চুলের জন্য এলোভেরা

কিভাবে ব্যবহার করবেন  :-

  • ২ চামচ এলোভেরা জেল (যে কোনো কোম্পানির এলোভেরা জেল নিতেপারেন অথবা গাছের কাঁচা পাতার জেলটাও ব্যবহার করতে পারেন)।
  • ভিটামিন E ক্যাপসুল ২টি (Evion 400)
দুটি উপকরণকে একটি পাত্রে ভালোকরে মিশ্রণ করে নিন।তারপর ওই মিশ্রণটি চুলের গোড়ায় ভালোকরে লাগান ও হালকাহাতে ২-৩ মিনিট ম্যাসাজ করুন এবং পুরো চুলে  ভালোকরে লাগিয়ে নিন।এক ঘন্টা এইভাবে রাখে দিন এবং তারপর চুলটা শ্যাম্পু দিয়া ভালোকরে ধুয়ে নিন। ভালো ফল পেতে এই মিশ্রণটি সপ্তাহে একদিন ব্যবহার করুন।

এই পদ্ধতির উপকারিতা :-

  • এই মিশ্রণটি ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হবে।
  • খুশকি দূর হবে।
  • চুল পড়া বন্ধ হবে।
  • নতুন চুল জন্মাতে সাহায্য করবে।
  • নরম ও জেল্লাযুক্ত চুল পাবেন।
আমার এই টিপ্সটা ব্যবহার করার পর আপনাদের কতটা উপকার হয়েছে সেটা আমাকে অবশই কমেন্ট করে জানাবেন।আর যদি এই টিপ্সটা আপনার ভালোলাগে তাহলে সকলের সাথে শেয়ার করুন।

Post a Comment

নবীনতর পূর্বতন
close