Home Remedies For Cracked Heels Treatment in Bengali | পা ফাটা থেকে মুক্তি পান ঘরোয়া উপায়ে।

Home Remedies For Cracked Heels in Bengali | পা ফাটা থেকে মুক্তি পান ঘরোয়া উপায়ে। 

Home Remedies For Cracked Heels Treatment in Bengali
আপনার কি সারা বছর পা ফাটে Cracked Heels Treatment বা আপনার কি শীতের সময় পা ভীষণ ফাটে ? তাহলে এই পোস্টের মধ্যে আমরা আলোচনা করবো Home Remedies For Cracked Heels Treatment in Bengali কিভাবে পা ফাটা থেকে সমাধান পাওয়া যায়। সারা বছর যাদের পা ফাটে তারা মাত্র ১টি উপায়েই পা ফাটা থেকে মুক্তি পেতেপারেন, তাই ঘরেই তৈরী করেনিন এই পা ফাটার ক্রিম টি। এই ক্রিমটি খুব সহজেই ঘরে তৈরী করে নিতে পারবেন আর পা সুন্দর করার এই ক্রিমটিতে আমি ব্যাবহার করেছি মম ও সরিষার তেল। ঠিক এ শুনেছেন মম,মানে মোমবাতি। জানবেন  
পাফাটাতো শুধু মেয়ে দের হয় তা না পুরুষদের ও হয়। তাই এই ক্রিমটি মেয়ে পুরুষ উভয়েই ব্যাবহার করতে পারেন Home Remedies For Cracked Heels Treatment For Men & Women। যদি আপনাদের পা সারাবছর ফাটতে থাকে তাহলে এই সহজ ও ঘরোয়া ভাবে তৈরী এই টিপসটি ব্যাবহার করতে ভুলবেননা কিন্তু। তাহলে জেনেনেয়াযাক এই পা ফাটার ক্রিম বানাবার সঠিক নিয়ম, ও লাগাবার নিয়ম।

How to Make Home Remedies Paste For Cracked Heels

এই ক্রিম বানাতে লাগবে মম ও সরিসারতেল যা বাড়িতেই থাকে। কিছু পরিমান মমকে গুরুকরেনিন। একটি বাটিতে ১/২চামচ মোমের গুরণিন ও ১চামচ সরিসারতেল নিন। এরপর এই দুটি উপাদানকে মিশিয়ানিন ,তারপর আঁচে হালকা গরমকরেনিন , যতক্ষণনা মোমটা ভালোভাবে গোলে সরিসার তেলে মিশেগিয়ে ক্রিমের মতহয়। তারপর মিশ্রণটি করেনিন। 
Home Remedies For Cracked Heels Treatment in Bengali

How to Use The Paste For Cracked Heels Treatment

এই ক্রিমটি লাগাবার আগে পা ভালোভাবে ধুয়ে পরিস্কার করেনেবেন। এরপর ওই ঠান্ডা মিশ্রণটি বা ক্রিমটি আঙুলে অল্প অল্প নিন এবং ফাটা গোড়ালিতে ভালোভাবে লাগান। লাগানো শেষ হয়েগেলে মোজা পড়েনিন। এটি অবশই রাতে শুতে যাবার আগে ব্যবহার করবেন।কারণ ক্রিম টি সারারাত সময়পাবে ফাটা গোড়ালি রিপিয়ার করার। 

Benefit of This Paste

এই মিশ্রণটি বা ক্রিম টি চাইলেই ভালো কৌটোতে ১৫ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। টি সেইমতো পরিমানের বানাতে পারেন। এটি এইভাবে রোজ ব্যবহার করুন। এই ক্রিম ব্যবহারের কিছুদিনের মধ্যে আপনি ফলপেতে শুরু করবেন। এই ক্রিমের ব্যাবহারএর ফলে আপনার ফাটা গোড়ালি হয়ে উঠবে মসৃন,এবং কিছুদিনের মধ্যে পা ফাটাও বন্ধ হয়েযাবে।

Post a Comment

নবীনতর পূর্বতন
close