How to Make Your Foundation Stay on Longer in Bengali

How to Make Your Foundation Longer in Bengali । দীর্ঘ সময় ফাউন্ডেশন ঠিকরাখার উপায়।

আপনি কি মুখে ফাউন্ডেশন Do You Use Foundation? কিন্তু গ্রীষ্মকালে গরমে ঘামে ফাউন্ডেশন বেশিক্ষন থাকে না But Your Face Foundation Does Not Stay on Longer? থাহলে এই পোস্টটি আপনার জন্য, জেনেনিন কিভাবে দীর্ঘ সময় ফাউন্ডেশন ঠিকরাখবেন How to Make Your Foundation Stay on Longer in Bengali ? এই গরম কালে আবহাওয়া খুবই গরম ও উষ্ণ। কিন্তু তাবলেকি বেড়াতে যাওয়া বা পার্টি তে যাওয়া তো আর বন্ধ রাখা যায়না। বেড়াতে বা পার্টিতে যেতেগেলে ফাউন্ডেশন বেবহার তো করতেই হবে তাইনা। কিন্তু এই গরমে দেখা যাচ্ছেযে মেকাপ ঘেমে গোলে যাচ্ছে বা তা তেল তেলে হয়েযাচ্ছে। তবে চিন্তার কি আছে জেনেনিন এইসময়ও দীর্ঘক্ষণ ফাউন্ডেশন ঠিক রাখার উপায় গুলো How to Make Your Foundation Stay on Longer । 
How to Make Your Foundation Stay on Longer in Bengali

১. ময়শ্চারাইজার | Make Face Moisturizer Before Foundation

ত্বকে যে কোনো কিছু ব্যাবহার এর আগেই ময়শ্চারাইযার ব্যবহার করা উচিত। তবে যাদের ত্বক বেশি মাত্রায় তেলতেলে তারা অবশই  এই সময়ে অয়েল ফ্রি ময়শ্চারাইযার ব্যাবহার করবেন। 

২. প্রাইমার | Use Primer Under Foundation

মেকাপ ঠিকমতো স্কিন এ বসাতে প্রাইমার ব্যাবহার করা খুব জরুরি। প্রাইমার ব্যাবহার করলে বেজ/বেশ মেকাপ খুব মসৃন হয়। এছাড়াও ভালো প্রাইমার ফাউন্ডেশন ধরেরাখতে সাহায্য করে। বাজারে নানা রকম প্রাইমার কিনতে পাওয়া যায়। তাহলে আপনারা অবশই একরা ভালো প্রাইমার পছন্দকরে বেবহার করুন। 

৩. বিউটি ব্লেন্ডার | Use Beauty Blender

ফাউন্ডেশেন মেশানোর জন্য হাত ব্যাবহার না করে বিউটি ব্লেন্ডার অথবা ভালো ব্রাশ ব্যাবহার করাই ভালো। এতে ত্বকে দীর্ঘ সময় পর্যন্ত ফাউন্ডেশেন ঠিক থাকবে এবং ভালোভাবে মিশবে বাজারে এখন অনেক ভালোভালো বিউটি ব্লেন্ডার অথবা ব্রাশ পাওয়াযায় ,অবশই সঠিক জিনিসটাই চয়েস করুন। যেন সেটা নরম হয়। 

৪. ফেস পাউডার | Use Face Powder

লিকুইড ফাউন্ডেশন ব্যাবহার করলে অবশই ডাস্ট পাউডার ব্যাবহার করতে হবে মেকাপ সেট করার জন্য। সারাদিন ফাউন্ডেশন ঠিক রাখতে চাইলে ত্বকে ভালো করে মিশিয়ে লুজ পাউডার ব্যাবহার করুন। এতে ফাউন্ডেশন তৈলাক্ত হবেনা কিংবা ঘেমে নষ্ট ও হয়েযাবেনা। 

এইভাবে ১-২-৩-৪ এই ভাবেই স্টেপ বাই স্টেপ মেকাপ করুন ,কোনো স্টেপ আগে পিছে করবেননা।

Post a Comment

নবীনতর পূর্বতন
close