Nail Infection in Bengali I নখের কোনা ওঠা বা নখকুনির সমস্যা থেকে স্থায়ী ভাবে মুক্তির সহজ উপায়।

Nail Infection | নখের কোনা ওঠা বা নখকুনির সমস্যা থেকে স্থায়ী ভাবে মুক্তির সহজ উপায়। 

নখের কনের প্রচন্ড ব্যথা ,একটু খেয়াল করতেই দেখছেন যে বেকায়দা ভাবে নখ বৃদ্ধি পেয়েছে আর মাংসের ভিতর ঢুকে যাচ্ছে। এমন একটা স্থানে যে কেটে ফেলারও কোনো উপায়নাই ,কেননা তাতে মাংস কাটাপড়বে। এই সমস্যাটিকে বাংলায় আমরা নখের কোনা ওঠা বা নখকুনি বলেথাকি।
Nail Infection I নখের কোনা ওঠা বা নখকুনির সমস্যা থেকে স্থায়ী ভাবে মুক্তির সহজ উপায়।
Nail Infection I নখের কোনা ওঠা বা নখকুনির সমস্যা থেকে স্থায়ী ভাবে মুক্তির সহজ উপায়।

জেনেনিন ব্যাথা কমানো ও ইনফেক্সসন প্রতিরোধ করার সহজ উপায় :-

হাত বা পা উষ্ণ লবন জলেতে ভিজিয়ে রাখুন মিনিট দশেক। যতটা সহ্য করতে পারেন ততটা গরম জল নেবেন। কাজ শুরুর আগে মেনিকিওর সেট গরম জলদিয়া ভালোকরে ধুয়ে জীবাণুমুক্ত করেনিন। এবার হাত /পা ভালোকরে মুছেনিন। মুছেনেয়ার পর নখ হালকা ভাবে কেটেনিন। বেড়েওঠা বাড়তি নখ ও তার আশেপাশে যতটাসম্ভব কেটেফেলাযায়। এবার রয়েযাওয়া বাড়তি নখ চিমটার সাহায্যে সামান্য উঁচু করে ধরুন এবং আরেকটি চিমটার সাহায্যে সামান্য একটু তুলো নখের নিচে গুজেদিন ,এবং খুব সাবধানে কাজটি করবেন। এই কাজটি আপনার নখে আর ব্যথা হতেদেবেনা।
যতদিন নখ বড়ো নাহচ্ছে আর আপনি নখ কেটে যন্ত্রনা দায়ক বাড়তি কোনা বাদ দিতে পারছেন ,ততদিন পর্যন্ত এভাবেই তুল দিতে থাকুন। দিনে ১ বার জীবাণুনাশক দিয়া ধুয়ে তুল বদলাবেন।
আর যদি ইতিমধ্যে ইনফেক্সশন হয়েগিয়া থাকে তাহলে অবিলম্বে কোনো পদ্ধতি অবলম্বন না করেই ডাক্তার এর কাছে যান।
হাত ও পা সর্বদা পরিষ্কার রাখুন। নাকের কণা ওঠা বা নখকুনি হলে মজা পরিধান একদমই করবেননা।

অন্যান্য ট্রিপ্স :-

How To Grow Eyebrows | সহজে চোখের ভ্রূ মোটা ,কালো ও লম্বা করার অসাধারণ কার্যকারী উপায়।
How to Remove Black Spots ? কিভাবে কালো দাগ থেকে মুক্তি পাবেন ?
How to Put Mehandi on Hair | চুলে মেহেদি লাগানোর কিছু সঠিক নিয়ম ও গুনাগুন।

আমার এই টিপ্সটা ব্যবহার করার পর আপনাদের কতটা উপকার হয়েছে সেটা আমাকে অবশই কমেন্ট করে জানাবেন। আর যদি এই টিপ্সটা আপনার ভালোলাগে তাহলে সকলের সাথে শেয়ার করুন।

Post a Comment

নবীনতর পূর্বতন
close