ঘরোয়া উপায়ে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূরিকও।
আপনি কি ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস এর সমস্যায় ভুগছেন ?তাহলে জেনেনিন এই ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস কিভাবে ঘরোয়া উপায়ে সহজেই দূরকরাযায়।
মুখের ত্বকের উপরে মরা কোষ ,ঘাম ,তেল ও ময়লা জমে,ঠিকমতো পরিস্কার না করলে এসব কারণে ত্বকের লোমকূপের মুখ বন্ধ হয়ে ব্যাক্টিরিয়া জন্মাতে শুরুকরে। এই অপরিছন্ন ছিদ্রতেই ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস হয়। সাধারণত তৈলাক্ত ত্বকে এই সমস্যা দেখাযায়। তাছাড়া শুস্ক ত্বকেও এই সমস্যা হতেপারে। সাধারণত নাক ও নাকের চারপাশে গালের উপরের অংশে এবং থুতনিতে দেখাযায়। এইগুলি দেখতে ছোটছোট রসের মতো আর মুখ হয় সাদা বা কালো, চাপদিলেই যারথেকে সাদা অথবা কালো শাঁস এরমত বেরহয়।
![]() |
how to remove blackheads | ঘরোয়া উপায়ে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূরিকও। |
আসুন এই ব্ল্যাক ও হোয়াইট হেডস এর সম্পর্কে বিস্তারিত জেনেনিই :-
ব্ল্যাক ও হোয়াইট হেডস দুটি আলাদা আলাদা জিনিস। যখন আমাদের স্কিনে অতিরিক্ত অয়েল জমাহতে শুরুকরে তখন এই ব্ল্যাক ও হোয়াইট হেডস হয়। আর এই ব্ল্যাক ও হোয়াইট হেডস মূলত আমাদের ফেসএ হয়, যা দূরথেকে দেখতে খুবই খারাপলাগে, টি এখন আমি আপনাদেরকে বলবো এই প্রবলেম থেকে মুক্তিপাবার উপায়।
১. চিনি ও অলিভওয়েল :-
২ চামচ চিনি ও ৩ চামচ অলিভওয়েল।
চিনি আমাদের স্কিনে নেচারেল স্ক্রাবার হিসাবে ব্যাবহার হয়।অলিভওয়েল এ আছে প্রচুর পরিমানে ভিটামিন ,মিনারেল ও ফটিএসিড আছে। যা আমাদের স্কিনে ইলাস্টিসিটি মেনটেন করে।
চিনি ও অলিভওয়েল কে একসাথে মিশিয়া ব্যাবহার করলে আমাদের স্কিন পোর্স গুলো খুলেযায় ও আমাদের স্কিনের ভিতরের ময়লা বেরকরতে সাহায্য করে।
লাগাবার নিয়ম :-
প্রথমে হালকা গরম জলে আপনার মুখ ধুয়েনিন ,তারপর শুকনো তোয়ালেদিয়া মুখ ভালোভাবে মুছেনিন। এরপর ওই চিনি ও অলিভওয়েল মিশিয়া ঘনকরে মুখে লাগান ,এবং গোলগোল ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন ২-৩ মিনিট । ৫মিনিট পর নরমাল জলদিয়া ধুয়ে পরিস্কার করেনিন। এরপর ক্রিম লাগিয়ে নিন।
২.বেকিং সোডা ও জল :-
১ চামচ বেকিং সোডা ও সামান্য জল।
বেকিং সোডা আমাদের স্কিন থেকে ময়লা দূরকরতে সাহায্যকরে ও স্কিনকে কোমল রাখে। এছাড়াও আমাদের ph বেলেন্স ও স্কিন অয়েল কে মেন্টেন করে।
লাগাবার নিয়ম :-
বেকিং সোডা ও কিছুপরিমান জলকে ভালোভাবে মিশিয়া একটি ঘন পেস্ট বানিয়ানিন। তারপর স্কিন এর যে যে জায়গায় ব্ল্যাক ও হোয়াইট হেডস আছে সেখানে লাগান। ৫ মিনিট পর আলতোভাবে ম্যাসাজকরে ধুয়েফেলুন।
৩.কাঁচা দুধ লেবুর রস ও লবন :-
২ চামচ কাঁচা দুধ ,১ চামচ লেবুর রস ও ১/২ চামচ লবন।
কাঁচা দুধ স্কিনের ময়শ্চার কে লককরে। লেবুতে রয়েছে অ্যাসিড যা স্কীনথেকে হোয়াইট হেডস সরাতে সাহায্য করে। লবন আমাদের স্কিনের অয়েলকে কন্ট্রোল করে।
লাগাবার নিয়ম :-
এই ৩ টি উপকরণ কে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণ টি স্কিনে লাগান ও ৫ মিনিট গোল গোল ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। ৫ মিনিট শুকাতে দিন তারপর ঠান্ডা জলদিয়া ভালোভাবে ধুয়েনিন।
একটি মন্তব্য পোস্ট করুন