how to remove blackheads in Bengali | ঘরোয়া উপায়ে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূরিকও।

ঘরোয়া উপায়ে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূরিকও। 

আপনি কি ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস এর সমস্যায় ভুগছেন ?তাহলে জেনেনিন এই ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস কিভাবে ঘরোয়া উপায়ে সহজেই দূরকরাযায়। 
মুখের ত্বকের উপরে মরা কোষ ,ঘাম ,তেল ও ময়লা জমে,ঠিকমতো পরিস্কার না করলে এসব কারণে ত্বকের লোমকূপের মুখ বন্ধ হয়ে ব্যাক্টিরিয়া জন্মাতে শুরুকরে। এই অপরিছন্ন ছিদ্রতেই ব্ল্যাক হেডস  ও হোয়াইট  হেডস হয়। সাধারণত তৈলাক্ত ত্বকে এই সমস্যা দেখাযায়। তাছাড়া শুস্ক ত্বকেও এই সমস্যা হতেপারে। সাধারণত নাক ও নাকের চারপাশে গালের উপরের অংশে এবং থুতনিতে দেখাযায়। এইগুলি দেখতে ছোটছোট রসের মতো আর মুখ হয় সাদা বা কালো, চাপদিলেই যারথেকে সাদা অথবা কালো শাঁস এরমত বেরহয়।
how to remove blackheads | ঘরোয়া উপায়ে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূরিকও।
how to remove blackheads | ঘরোয়া উপায়ে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূরিকও। 

আসুন এই ব্ল্যাক ও হোয়াইট হেডস এর সম্পর্কে বিস্তারিত জেনেনিই :-

ব্ল্যাক ও হোয়াইট হেডস দুটি আলাদা আলাদা জিনিস। যখন আমাদের স্কিনে অতিরিক্ত অয়েল জমাহতে শুরুকরে তখন এই ব্ল্যাক ও হোয়াইট  হেডস হয়। আর এই ব্ল্যাক ও হোয়াইট হেডস মূলত আমাদের ফেসএ হয়, যা দূরথেকে দেখতে খুবই খারাপলাগে, টি এখন আমি আপনাদেরকে বলবো এই প্রবলেম থেকে মুক্তিপাবার উপায়। 

১.  চিনি ও অলিভওয়েল :-

২ চামচ চিনি ও ৩ চামচ অলিভওয়েল।
 চিনি আমাদের স্কিনে নেচারেল স্ক্রাবার হিসাবে ব্যাবহার হয়।অলিভওয়েল এ আছে প্রচুর পরিমানে ভিটামিন ,মিনারেল ও ফটিএসিড আছে। যা আমাদের স্কিনে ইলাস্টিসিটি মেনটেন করে। 
চিনি ও অলিভওয়েল কে একসাথে মিশিয়া ব্যাবহার করলে আমাদের স্কিন পোর্স গুলো খুলেযায় ও আমাদের স্কিনের ভিতরের ময়লা বেরকরতে সাহায্য করে। 

লাগাবার নিয়ম :-

প্রথমে হালকা গরম জলে আপনার মুখ ধুয়েনিন ,তারপর শুকনো তোয়ালেদিয়া মুখ ভালোভাবে মুছেনিন। এরপর ওই চিনি ও অলিভওয়েল মিশিয়া ঘনকরে মুখে লাগান ,এবং গোলগোল ভাবে ঘুরিয়ে  ঘুরিয়ে ম্যাসাজ করুন ২-৩ মিনিট । ৫মিনিট পর নরমাল জলদিয়া ধুয়ে পরিস্কার করেনিন। এরপর ক্রিম  লাগিয়ে নিন। 

২.বেকিং সোডা ও জল :-

১ চামচ বেকিং সোডা ও সামান্য জল। 
বেকিং সোডা আমাদের স্কিন থেকে ময়লা দূরকরতে সাহায্যকরে ও স্কিনকে কোমল রাখে। এছাড়াও  আমাদের ph বেলেন্স ও স্কিন অয়েল কে মেন্টেন করে। 

লাগাবার নিয়ম :-

বেকিং সোডা ও কিছুপরিমান জলকে ভালোভাবে মিশিয়া একটি ঘন পেস্ট বানিয়ানিন। তারপর স্কিন এর যে যে জায়গায় ব্ল্যাক ও হোয়াইট হেডস আছে সেখানে লাগান। ৫ মিনিট পর আলতোভাবে ম্যাসাজকরে ধুয়েফেলুন। 

৩.কাঁচা দুধ লেবুর রস ও লবন :-

২ চামচ কাঁচা দুধ ,১ চামচ লেবুর রস ও ১/২ চামচ লবন। 
কাঁচা দুধ স্কিনের ময়শ্চার কে লককরে। লেবুতে রয়েছে অ্যাসিড যা স্কীনথেকে হোয়াইট হেডস সরাতে সাহায্য করে। লবন আমাদের স্কিনের অয়েলকে  কন্ট্রোল করে। 

লাগাবার নিয়ম :-

এই ৩ টি উপকরণ কে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণ টি স্কিনে লাগান ও ৫ মিনিট গোল গোল ভাবে  ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। ৫ মিনিট শুকাতে দিন তারপর ঠান্ডা জলদিয়া ভালোভাবে ধুয়েনিন।          

Post a Comment

নবীনতর পূর্বতন
close