How to remove pimples in Bengali | ঘরোয়া উপায়ে খুব সহজেই ব্রণ সারিয়া তোলার কিছু কার্যকরী উপায়।

 ঘরোয়া উপায়ে খুব সহজেই ব্রণ সারিয়া তোলার কিছু কার্যকরী উপায়। 

ব্রণ এমন একটি সমস্যা যা প্রায় কমবেশি সবারি হয়েথাকে। তৈলাক্ত ,শুস্ক ,স্বাভাবিক সবধরণের ত্বকেই ব্রণের সমস্যা দেখা যায়। আর একবার ব্রণ হওয়া শুরুহলে সেই ব্রণ সহজে সারতেই চায়না। কখনো কখনো ব্রণ সারতে ১ মাস পর্যন্ত সময় লেগেযায়। কিন্তু কিছু ঘরোয়া উপায় আছে যার দ্বারা খুব সহজে ব্রণ দূরকরা যাবে।
how to remove pimples | ঘরোয়া উপায়ে খুব সহজেই ব্রণ সারিয়া তোলার কিছু কার্যকরী উপায়।
how to remove pimples | ঘরোয়া উপায়ে খুব সহজেই ব্রণ সারিয়া তোলার কিছু কার্যকরী উপায়।
আসুন জেনেনিই সহজেই কিভাবে ব্রণ দূরকরা যাবে :-

১. নিম :-

কাঁচা নিমপাতা বাটা ,নিমের তেল এবং নিম পাওডার যেকোনো উপাদান ব্যাবহার করাযায়। নিমে আছে  এন্টিব্যাকটেরিয়াল উপাদান। একটুকরো তুলো নিন এবং ওই তুলো নিমপাতা বাটার রসে অথবা নিমের তেলে ভিজিয়ে নিন। এবার আপনার  যে যে অংশে ব্রণ হয়েছে সেই সেই অংশে ব্রণের উপর ব্যাবহার করুন। এটি সারারাত লাগিয়া রাখুন ,সকালে ঠান্ডা জলদিয়া ধুয়ে নিন। ভালো ফলপেতে এটি রোজ লাগান। 

২.ডিমের সাদা  অংশ:-

ব্রণ দূরকরার সবচেয়ে সহজ উপায় হলো ডিমের সাদা অংশ। ডিমের সাদা  অংশে ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড আছে ,যা ব্রণ দূরকরতে সাহায্য করে। ১ টি ডিমের সাদা অংশ নিন এবং ফাটিয়েনিন ,তারপর এটি ব্রণের উপর লাগান শুকিয়েগেলে তারউপর আবার এই সাদা অংশটি লাগান ,২০ মিনিট পর ঠান্ডা জলদিয়া ধুইয়া নিন। এবং সবশেষে আপনি আপনার ক্রিম লাগিয়ানিন। ভালো ফলপেতে এটি সপ্তাহে ৩-৪দিন লাগান।  

৩.পাকাপেঁপে ও মধুর পেস্ট :-

 পেঁপে ত্বকের মৃত কোষ দূরকরে। ১টুকরো পেঁপে নিন, এটির পেস্ট বানিয়া নিন এবং এই পেঁপের পেস্ট এর সাথে মধু মিশিয়ানিন। আগে কুসুম গরম জল দিয়া মুখ ধুয়েনিন। এতেকরে আপনার মুখের ছিদ্রগুলি খুলেযাবে। এবার মুখ ভালোভাবে মুছে নিন। এবার পেঁপে ও মধুর পেস্ট ব্রণের উপর লাগিয়া নিন ,চাইলে এই পেস্টটি সারা মুখেও লাগাতেপারেন। শুকিয়া গেলে কুসুমগরম জলে ধুয়েফেলুন। ভালো ফলপেতে এটি ৩-৪ দিন বেবহার করুন। 

৪.দারুচিনি ও মধুর পেস্ট :-

দারুচিনি ও মধুতে প্রাকৃতিক এন্টি মাইক্রোবিয়াল উপাদান আছে। এই দুই  মিলে ব্রণের জীবাণু ধ্বংস করে। ১চামচ দারুচিনি পাওডার ও ২চামচ মধু মিশিয়া একটি ঘন পেস্ট বানিয়া নিন। এবার এটি ব্রণের উপর লাগান ,সুকিয়াগেলে ধুয়ে ফেলুন। দেখবেন এটি ১-২ বার ব্যাবহার করার পর ব্রণ অনেকটা শুকাতে শুরুকরবে। এটি রোজ ১বার বেবহার করুন ,যতোদিননা ব্রণ কমেযায়।   

Post a Comment

নবীনতর পূর্বতন
close