Hair Fall for Men in Bengali | মাথায় টাক পড়ছে ?

মাথায় টাক পড়ছে ?সমাধান হাতের কাছেই , পেয়ারা পাতা। 

Hair Fall for Men in Bengali
Hair Fall for Men in Bengali | মাথায় টাক পড়ছে ?

পেয়ারা পাতার বহু গুনের কথাই আমরা ছোট বেলাথেকেই শুনেআসছি ,কিন্তু পেয়ারা পাতা চুল পড়া বন্ধ করতেপারে এমনটি কি কখনো শুনেছেন। হ্যা পেয়ারাপাতা শুধু চুলপড়া বন্ধই করেনা একই সঙ্গে নতুন চুল গজাতেও সাহায্য করে। 
মার্কিন যুক্তরাষ্ট্রে সৌন্দের্যের বিশেষজ্ঞরা পেয়ারাপাতা নিয়ে গবেষণা চালিয়ে এমনই তথ্য পেয়েছেন। শুধু সৌন্দর্য বিশেষজ্ঞরা না , আয়ুর্বেদিক চিকিৎসকরাও একথা স্বীকার করেছেন।
চিকিৎসকরা বলেন ,পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন বি, যা চুলের গোড়া শক্ত করতে দারুন কাজকরে। তবে নতুন চুল গজাতে দারুন উপকারী পেয়ারা পাতা। চিকিৎসকরা বলছেন পেয়ারা খান।  বরং চুলের ক্ষেত্রে কাজে লাগান পেয়ারা পাতা। চিকিৎসকরা আরো বলছেন পেয়ারা পাতা চুলের গ্রোথ বাড়াতেও খুব কার্যকরী।  

নতুন চুল গজাতে যেভাবে বেবহার করবেন পেয়ারাপাতা :-

একটি পাত্রে জল নিয়া তাতে বেশ কয়েকটি পেয়ারাপাতা দিন। ২০ মিনিট ধরে ওই জল ও পেয়ারাপাতা একসঙ্গে ফুটিয়ানিন। জল ফুটেগেলে পেয়ারাপাতার কাত  তৈরী হবে।  ওই কাত  ঠান্ডা করে নিন। কাত  ঠান্ডা হয়েগেলে চুলে ও চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ানিন। তারপর ২.৩০-৩ ঘন্টা মাথায় রাখুন , তারপর ভালোভাবে পুরোচুল ধুয়েনিন। 
ভালোফলপেতে এটি সপ্তাহে ২-৩ দিন লাগান।    

Post a Comment

নবীনতর পূর্বতন
close