Hair Growth Tips in Bengali | চুলের দ্রুত বৃদ্ধির কার্যকারী মাস্ক

Hair Growth Tips in Bengali | চুলের দ্রুত বৃদ্ধির কার্যকারী মাস্ক 

আপনার চুলের বৃদ্ধি কি হচ্ছেনা ? আপনী কি Hair Growth Tips বাংলায় খুঁজছেন? তাহলে আসুন আজ জেনেনিন Best Hair Growth Tips in Bengali. চুলের দ্রুত বৃদ্ধি করতে এই Tips খুব তাড়াতাড়ি ফলাফল পাবেন। তাহলে শিখেনিন চুলের দ্রুত বৃদ্ধির অত্যন্ত কার্যকরী একটি মাস্ক। শিখেনিন কিভাবে বানাবেন ও বেবহারকরবেন।
বেশিরভাগ ক্ষেত্রেই  আমরা খুব তাড়াতাড়ি ফলাফলের আশাকরি। যেমন আমাদের মধ্যেই  অনেকেই আছি যারা চাই ,খুব কমসময়েই  আমাদের চুলের দীর্ঘ বৃদ্ধি পাবে। তাদের জন্য আজকে আমি খুব উপযোগী একটি মাস্কের পদ্ধতি আলোচনা করবো। এখানে মূলত মাস্কটি একটি বিষয়ে থাকবে যা চুলের দ্রুত বৃদ্ধি করতে সক্ষম। এই  
Hair Growth Tips | চুলের দ্রুত বৃদ্ধির কার্যকারী মাস্ক
Hair Growth Tips | চুলের দ্রুত বৃদ্ধির কার্যকারী মাস্ক 

তাহলে প্রথমেই জেনেনিই  এই মাস্কটি বানাতে কি কি লাগবে

Materials Required for This Tips । প্রয়োজনীয় উপকরণ

১. সরিষার তেল ১ চামচ। 
২. অলিভওয়েল ১ চামচ। 
৩. ডিম ১ টি। 
৪. ১/২চামচ ক্যাস্টর অয়েল [castor oil ].

Process of This Hair Growth Tips | প্রণালী:-

ডিমটি প্রথমে ফাটিয়া নিন ,তারপর এক এক করে সরিষার তেল ,অলিভওয়েল ও ক্যাস্টর অয়েল টি মিশিয়ে নিন। তবে কোনো উপকরণ বাদ দিবেনা বা পরিমান কমবেশি করবেননা। এরপর এই মিশ্রণটি  আপনার মাথার চুলের শুকনো গোড়াতে লাগান। পুরো চুলে লাগাবার দরকার নাই। শুধু চুলের গোড়ায় লাগান। চুলের গোড়ায় সম্পূর্ণ মাস্ক টি লাগানো হয়েগেলে একটি হেয়ারক্যাপ লাগিয়া রাখুন। মাস্কটি ২০-২৫মিনিট লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু দিয়া ভালোভাবে ধুয়ে নিন। 
ভালো ফলপেতে এই মাস্কটি সপ্তাহে একবার বেবহার করুন , কিন্তু এর বেশি দিন না। ভালো ফলপেতে  এইভাবে মাস্কটি ২ মাস লাগাতে থাকুন।

ফলাফল :-

মাস্কটি ব্যাবহারে আপনার চুলের দৈর্ঘ বৃদ্ধি পাবে। সাথে সাথে চুলের ঘনত্ব ও বাড়বে। 
তবে মনেরাখবের চুল দ্রুত বৃদ্ধি পাওয়ার আরো কিছু কারণ এর উপর নির্ভর করে। 
যেমন :-সুষম খাদ্য ,আপনার লাইফস্টাইল ,স্ট্রেস এর পরিমান  ইত্যাদি।   

Post a Comment

নবীনতর পূর্বতন
close