Hair Straightening At Home Naturally In Bengali | কোঁকড়ানো চুল সোজাকরার ঘরোয়া উপায়

কোঁকড়ানো চুল ঘরোয়া উপায়ে সোজাকরার কার্যকরী উপায়। 

আপনার চুল কি খুব কোঁকড়ানো ? তাহলে সহজেই চুল সোজাকরার কার্যকরী ঘরোয়া পদ্ধতি শিখেনিন। 
পার্লারে চুল সোজা (Straightening) বা রিবন্ডিং করতে কেমিক্যাল ব্যাবহার করাহয় ,যা চুলের জন্য ক্ষতিকারক। তবে প্রাকৃতিক (Natural) উপাদান ব্যাবহার করে ঘরেই তৈরী করাযায় হেয়ার স্ট্রেটনিং মাস্ক।
Hair Straightening At Home Naturally In Bengali
Hair Straightening At Home Naturally In Bengali | কোঁকড়ানো চুল সোজাকরার ঘরোয়া উপায়

হেয়ার মাস্ক তৈরিতে যা লাগবে (Material of Hair Straightening):-

১. এক কাপ নারিকেলের দুধ [নারিকেল তেল নয় কিন্তু ].
২. পাঁচ থেকে ছয় চামচ লেবুর রস। 
৩. দুই চামচ অলিভ অয়েল। 
৪. তিন চামচ কর্ন ফ্লাওয়ার। 

পদ্ধতি (Procedure of Hair Straightening) :-

নারিকেলের দুধ, অলিভ অয়েল এবং লেবুর রস খুব ভালোভাবে মিশিয়ে নিতেহবে। এরপর অল্প অল্প করে কর্ন ফ্লাওয়ার ওই মিশ্রনের সঙ্গে মিশিয়ে নিতেহবে। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে দানা না বেঁধে যায়। এরপর এই মিশ্রণটি চুলায় অল্প আঁচে গরম করতেহবে। এই সময় সবসময় মিশ্রণটি ঘন ঘন নাড়তেহবে।  কিছুক্ষন পর মিশ্রণটি ঘন ক্রিমের মতো হয়েগেলে চুলা বন্ধ করেদিন। আর মিশ্রণটি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখেদিন, ঠান্ডা হয়েগেলে একটি বয়াম এ সংরক্ষণ করুন। স্নানের আগে মিশ্রণটি চুলে লাগান। পুরোটা শুকিয়েগেলে শ্যাম্পু দিয়া ভালোকরে চুল ধুয়ে নিন। আর তারপর কন্ডিশনার লাগিয়া ভালোকরে আবারো চুল ধুয়েনিন। 
এই প্যাকটি সপ্তাহে দুবার করে টানা দুই মাস ব্যাবহার করলেই চুল সোজা হয়েযাবে অনেকটা। 
তাছাড়াও এই মাস্ক টি ব্যাবহারের ফলে চুল ঝলমলে ও প্রাণবন্ত ও হয়। 
আর এই মাস্ক এ ক্যামিকেল এর ও একদম ই ভয়নেই ,কারণ এটি ন্যাচারাল প্যাক। 

Post a Comment

নবীনতর পূর্বতন
close