Home Remedies For Sunburn Skin Treatments In Bengali

Home Remedies For Sunburn Skin Treatments In Bengali - রোদে পোড়া ত্বক ঠিক করার প্যাক

গ্রীষ্মের রোদে পোড়া ত্বক Sunburn Skin নিয়ে আমরা সবাই দুশ্চিন্তায় পড়ি। আর এখন তো এই দেশে সবসমই রোদের তেজ বেশি। তাই এখনতো সারাবছরই আমাদের এই সমস্যায় পরতেহয়। তাই আজ এই পোস্টের মধ্যে শেয়ার করছি Home Remedies For Sunburn Skin Treatments In Bengali গ্রীষ্মের রোদে পোড়া ত্বক ঠিক করার প্যাক।
Home Remedies For Sunburn Skin In Bengali
তবে চিন্তার কি আছে ,হাতেরকাছেই তো আছে আমার টিপস Home Remedies For Sunburn Skin Treatments। রোদেপোড়া ত্বক নিয়া সমস্যার দুশ্চিন্তা দূরকরে রোদে ঘোরাঘুরি করুন একদম নিশ্চিন্তে। রোদে হাত ,পা ,ঘাড় ও মুখ পুড়েগেলেও তা সরিয়ে নেওয়া যাবে খুব সহজ কিছু ঘরোয়া কিছু উপায়ে। এই প্যাকগুলো ত্বকের রোদেপোড়া ভাব দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করবে। 

১. লেবুর রসের প্যাক - Lemon Juice For Home Remedies For Sunburn Skin Treatments

হাত।,পা ,ঘাড় ,ও মুখের রোদেপোড়া দাগ দূর করতে সস্তা ও কার্যকরী একটি উপাদানহলো লেবু (Lemon )। লেবুর এসিডিক উপাদান ব্লিচিং হিসাবে কাজকরে। লেবুতে থাকা ভিটামিন সি ত্বকের মৃত কোষ দূরকরে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিকরে থাকে। একটি অর্ধেক লেবুর উপর চিনি ছিটিয়েনিন। এটি হাত ,পা ও ঘাড় এ ঘষুন। এটি ১০মিনিট রেখে জল দিয়া ধুয়েনিন।বাইরেথেকে ফিরে হাত,পা ,ঘাড় ভালোকরে ধোবারপরে এই প্যাকটি ব্যাবহারকরুন। ভালো ফলপেতে এই প্যাকটি সপ্তাহে ৩-৪দিন ব্যাবহার  করতে পারেন। তবে এটি ব্যাবহার করার পর ৩০মিনিট সূর্যরশ্মি এড়িয়ে চলুন।

২. টক দই প্যাক - Curd For Sunburn

টকদই (Curd) এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ব্লিচিং হিসাবে কাজকরেথাকে। এটি ত্বকের মৃতকোষ দূরকরে ত্বকের কালো দাগ দূরকরতে সাহায্যকরে। টক দই এ থাকা প্রোটিন ও ভিটামিন ত্বক নরম করে। কিছুপরিমান টক দই নিন আর হাত,পা , ফেস ,গলা তে মাসাজকরুন ,তারপর ১০-১৫মিনিট অপেক্ষা করুন ,তারপর ঠান্ডা জল দিয়া ভালোভাবে ধুয়েফেলুন।ভালো ফলপেতে  আপনি চাইলে  এটি প্রতিদিন ই ব্যাবহারকরতেপারেন। 

৩. টমেটো প্যাক - Tomato For Sunburn Skin Treatments

টমেটোতে (Tomato) ব্লিচিং উপাদান রয়েছে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্যকরে। টমেটোতে লাইকোপেন [licopene ] নামক এন্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্ষতিগ্রস্থ ত্বককে সাড়িয়েতোলে। 
একটুকরো টমেটো নিন ,হাত ,পা,ঘাড় ,ও মুখ এ ২-৩মিনিট হালকা ম্যাসাজ করুন। তারপর সুকানপর্যন্ত অপেক্ষাকরুন। তারপর শুকনো হয়েগেলে ঠান্ডা জলদিয়া ভালোকরে ধুয়েনিন। এটি প্রতিদিন ব্যাবহার করতেপারেন ভালোফল পেতে। 

Post a Comment

নবীনতর পূর্বতন
close