Natural Hair Spa at Home in Bengali | চুল ভালো রাখতে নেচারেল হেয়ার স্পা

Natural Hair Spa at Home in Bengali | চুল ভালো রাখতে করেনিন ঘরেই নেচারেল হেয়ার স্পা।

শরীরের সাথে সাথে চুলের সুসাস্থের দিকটাও নজর রাখা খুবই জরুরি তাইনা। অত্যাধিক চুল ঝরা ,রুক্ষ চুল ,বিভিন্ন ধরণের স্কাল্প ইনফেকশন ঠেকাতে সময় মতো ব্যবস্থা না নিতে পারলে মাথাভরা চুল ঝরে গিয়া অল্পদিনের মধ্যেই গড়ের মাঠ হয়েযেতেপারে। চুল রুক্ষ হোক বা তৈলাক্ত ,স্পা সব ক্ষেত্রেই চুলের সুসাস্থের জন্য জরুরি। বিশেষত ,এই গরমে সূর্যের টেপে চুল যেভাবে রুক্ষ হয়েযায় তাতে স্পা করলে অনেকটাই উপকার পাওয়াযাবে।
Natural Hair Spa at Home in Bengali
Natural Hair Spa at Home in Bengali | চুল ভালো রাখতে নেচারেল হেয়ার স্পা
আসুন জেনে নেওয়াযাক কি ভাবে সঠিক নিয়মে ঘরেই হেয়ার স্পা (Hair Spa) করাযাবে :-

১. ম্যাসাজের জন্য । Hair Spa Massage:-

প্রথমে স্কাল্প এ [মাথার তালুতে বা ত্বকে ]ভালোকরে অলিভ অয়েল ম্যাসাজ করেনিন ১০মিনিট[ঘড়ির কাঁটার  দিকে ৫মিনিট আবার ঘড়ির কাঁটার উল্টোদিকে ৫মিনিট ]. তারপর একটা নরম তোয়ালে ঈষৎ উষ্ণ জলে ভিজিয়ে অতিরিক্ত জল নিংড়ে নিয়া তোয়ালেটা চুলে অন্তত ১০মিনিট জড়িয়ে রাখুন। এর ফলে চুলের গোড়ায় উষ্ণ সেঁক দেওয়া হবে। 

২. মাস্ক এর জন্য । Hair Spa for Masks :-

এরপর একটা ডিম ,২টেবিল চামচ অলিভওয়েল। ২টেবিল চামচ মধু  এবং ছোট ৩-৪টুকরো কোলা দিয়া পেস্ট বানিয়ানিন। ওই পেস্ট ভালোকরে প্রথমে চুলের গোড়া তার পর চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নিন। তারপর চুলে প্যাকটি শুকানোর জন্য ২০-২৫মিনিট অপেক্ষা করুন। চুল বাঁধ বেন না ,চুল খোলা রেখে শুকাতে দিন। তারপর ২০-২৫মিনিট হয়েগেলে ভালোভাবে জলদিয়া চুল ধুয়েনিন। শ্যাম্পু ব্যাবহার এর দরকার নেই। 

৩. কন্ডিসনিং এর জন্য । Hair Spa for Conditioning:-

সবশেষে চুলকে আরো ময়শ্চারাইযার করার জন্য ভিজে চুলেই লাগিয়ানিন এই প্রাকৃতিক কন্ডিশনার। ১-২চামচ এলোভেরার রস এবং ১চামচ লেবুর রস, একসাথে মিশিয়ে কন্ডিশনার বানিয়ানিন। এবার এটি ভিজে চুলে ৫-৭মিনিট লাগিয়া রাখুন। তারপর ঠান্ডা জলদিয়া  ভালোকরে পুরো চুল ধুয়েনিন। 

***সপ্তাহে অন্তত ১বার মাত্র ৪০-৪৫মিনিট সময় দিতে পারলেই হয়ে যাবে হেয়ার স্পা (Hair Spa)। আর স্বাস্থ্যউজ্জ্বল ,ঘন ,ফুরফুরে চুল নজর করবেন অনেকেরই। বাস হয়ে যাবে কেল্লা ফতে। 

Post a Comment

নবীনতর পূর্বতন
close