Benefits of Turmeric For Skin in Bengali -উজ্জ্বল ত্বক পেতে হলুদের প্যাক

Benefits of Turmeric For Face and Skin - নিখুঁত ও উজ্জ্বল ত্বক পেতে হলুদের কিছু ফেস প্যাক। 

আসুন আজ জেনেনিই Benefits of Turmeric For Skin in Bengali এবং How to Use Turmeric Face Packs with Turmeric, Honey and Milk & Lemon পড়ুন এবং ত্বকের যত্ন নিন। নিখুঁত ও উজ্জ্বল ত্বক পেতে For Perfect and Radiant Skin হলুদ, মধু ও দুধের প্যাক Skin Packs with Turmeric, Honey and Milk, হলুদ,লেবুর রস এবং মধু - Skin Packs with Turmeric, Lemon Juice, and Honey, হলুদ,বেসন এবং গোলাপজল এর প্যাক -Skin Packs with Turmeric, Besan and Rose Water.
হলুদকে গোল্ডেন স্পাইস অফ লাইফ 'বলাহয়। হলুদের Turmeric আন্টি সেফটিক,আন্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের বিভিন্ন ইনফেকশন দূরকরে। এছাড়াও এর প্রাকৃতিক উপাদান ত্বককে ভিতরথেকে উজ্জ্বল করেথাকে। আসুন আজ জেনেনিই Benefits of Turmeric For Skin in Bengali হলুদের কিছু কার্যকরী ফেসপ্যাক বানানোর পদ্ধতি, ও ব্যাবহারের সঠিক নিয়ম। নিখুঁত ও উজ্জ্বল ত্বক পেতে হলুদের ৩টি ফেসপ্যাক:-
Benefits of Turmeric For Skin in Bengali

১. হলুদ, মধু ও দুধের প্যাক - Benefits of Turmeric, Honey and Milk For Skin Packs

১/৪চামচ হলুদের গুঁড়ো Turmeric Powder, ১চা চামচ মধু, এবং ১/২চামচ কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরিকরুন চাইলে কাঁচা হলুদ বাটাও Turmeric Paste ব্যাবহার করতেপারেন। এই প্যাকটি ত্বকে ব্যাবহার করুন। প্যাকটি ব্যাবহারের আগে ত্বক ক্লেনজার দিয়া পরিস্কার করেনিন, তারপর কুসুম গরমজল দিয়া মুখ ধুয়ে নিন, তারপর শুকনো কাপড় দিয়া ভালোকরে মুখটা মুছেনিন। 
তারপর হলুদের প্যাকটি Benefits of Turmeric For Skin in Bengali ত্বকে ব্যাবহার করুন। ১০-১৫মিনিট ত্বকে ব্যাবহার করে অপেক্ষা করুন। তারপর প্যাকটি সুকিয়া গেলে ঠান্ডা জলদিয়া ধুয়েফেলুন। ভালো ফলপেতে এই প্যাক টি প্রতি সপ্তাহে ২-৩ দিন এই প্যাকটি ব্যাবহার করুন। চাইলে আপনারা এই প্যাকটি গলাতেও লাগাতেপারেন। 
মধু ত্বক হাইড্রেট করে নরম কোমল করেতোলে ,এর আন্টি সেপ্টিক এবং আন্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের ব্যাকটিরিয়াল দূরকরে ব্রণ হওয়া র প্রবণতা হ্রাস করে। দুধে আছে প্রচুর পরিমান মিনারেল ও ভিটামিন, যা ত্বকের মৃত কোষ দূরকরে ত্বক কোমল করে। এছাড়াও ত্বকের রিঙ্কেল এবং মৃত কোষ দূর করতে সাহায্যকরে।

২. হলুদ ,লেবুর রস এবং মধু - Turmeric, Lemon Juice and Honey Face Packs

১/৪চামচ হলুদের গুঁড়ো Turmeric Powder ,১/২চামচ লেবুর রস এবং ১চামচ মধু একসাথে মিশিয়া পেস্টটি তৈরী করেনিন। এই প্যাকটি ত্বকে লাগিয়া রাখুন ১০মিনিট। তারপর সুকিয়াগেলে ঠান্ডা জল দিয়া পুরো মুখ ভালোকরে ধুয়েনিন। এই প্যাকটি চাইলে আপনি গলা ও ঘর এও  ব্যাবহার করতেপারেন।
ভালোফলপেতে এই প্যাকটি সপ্তাহে ১-২ দিন বেবহার করুন। এটি প্রতি সপ্তাহে ব্যাবহার এরফলে ত্বকে  উজ্জ্বলতা বৃদ্ধি করে। 
লেবুর রস ত্বকের কালো দাগ ,ব্রণের দাগ দূরকরতে সাহায্য করে। ত্বকের লোমকূপ সংকুচিত করেথাকে।লেবু প্রাকৃতিক ব্লিচ হিসাবেও বেবহার হয়। মধু প্রাকৃতিক ময়শ্চারাইযার হিসাবে বেবহার করাহয়, শুধু তাইনা মধু ব্রণ হওয়ার প্রবণতা রোধ করে।

৩. হলুদ ,বেসন এবং গোলাপজল এর প্যাক - Turmeric, Besan and Rose Water For Skin Packs

১চামচ হলুদগুঁড়ো (Turmeric Powder), ১চামচ বেসন, ১-২চামচ গোলাপ জল। সব উপকরণগুলো একসাথে ভালোকরে মিশিয়ানিন। প্যাকটি ব্যাবহারের আগে মুখটি জল দিয়া ভালোকরে ধুয়ে নেবেন। তারপর প্যাকটি মুখে বেবহার করুন। চাইলে গলায় ও ঘরেও এই প্যাকটি ব্যাবহার করতেপারেন। ১০-১৫মিনিট পর মুখের প্যাকটা সুকিয়াগেলে জল দিয়া ভালোভাবে ধুয়েনিন।
Benefits of Turmeric For Skin in Bengali
নিয়মিত এই প্যাকটি ব্যবহারে এটি ত্বকের ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে দেয়,এবং ত্বক ও উজ্জ্বল করেতোলে। বেসন ত্বকের অতিরিক্ত তেল শুষেনিয়া ত্বককে ব্যাকটিরিয়া মুক্ত করেতোলে এবং ব্রণ হওয়ার প্রবণতা হ্রাস করে। এছাড়া বেসন প্রাকৃতিক এক্সফোলিয়েট হিসাবেও কাজকরে। গোলাপ জল মুখের নোকরা দূরকরে মুখ কে করেতোলে প্রাণবন্ত ও ঝলমলে। এই প্যাক টি চাইলে আপনারা রোজ ই ব্যাবহার করতেপারেন ভালো ফল পেতে। 

...উপরের ৩টি ফেস প্যাক কিভাবে বানাতে ও বেবহার করতেহয় তা আপনারা শিখে নিয়েআছেন ,তাহলে আপনি আপনার পছন্দমতো একটি প্যাক বেছে নিন এবং নিয়মিত ত্বকের যত্ন করুন। 

Post a Comment

নবীনতর পূর্বতন
close