Make Golden Facial at Home in Bengali - ঘরোয়া উপায়ে গোল্ড ফেসিয়াল


এবার ঘরোয়া উপায়ে খুব সহজেই বাড়িতেই গোল্ড ফেসিয়াল করুন। Make Golden Facial at Home

আর পার্লার নোই ,এবার খুব সহজেই বাড়িতে at home বসে গোল্ড ফেসিয়াল Golden Facial করা শিখেনিন How to Make Golden Facial at Home in Bengali। একটি বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরি। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লার এ অনেকেরই যাওয়া  হয়না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের তো বারোটা বেজেই যায়। তাই আপনাদের সুবিধার কথা ভেবে নিয়ে এসেছি  স্বল্প খরচে ত্বকের যত্নে গোল্ড ফেসিয়াল Golden Facial at home। এই ফেসিয়াল তৈরিতে আমরা নেচারেল জিনিস নেবো তাই এতে কোনো সাইড এফেক্ট হবার ও ভয়নেই। এই ফেসিয়ালটি যেকোনো টাইপ এর স্কিনেই ব্যাবহার করাযেতেপারে।
How to Make Golden Facial at Home in Bengali - ঘরোয়া উপায়ে গোল্ড ফেসিয়াল করুন
How to Make Golden Facial at Home in Bengali - ঘরোয়া উপায়ে গোল্ড ফেসিয়াল করুন

১. ক্লিনজার - Make Golden Facial Cleaninger at Home

ক্লিনজার তৈরী করতে লাগবে কাঁচা দুধ বা র -মিল্ক। ফসকে ক্লিন করার জন্য কাঁচাদুধ অনেক উপকারী।
ফসকে ক্লিন করার জন্য কাঁচা দুধ নিন ,এবং ওই কাঁচা দুধে একটু তুলো ডুবিয়ে নিন ,এবং আপনার ফেস এ ভালোভাবে হালকা মাসাজকরে লাগিয়ানিন। এটি আপনার স্কিনের সান টান রিমুভ করবে এবং স্কিনকে সফ্ট করতে সাহায্য করে। ২-৩মিনিট লাগাবারপর টিসু অথবা ভেজা কাপড় দিয়ে  আপনার মুখ পরিষ্কার করেনিন How to Make Golden Facial at Home for Cleaning-er।

২. ফেস স্ক্র্যাব - Make Golden Facial Face Scrub at Home

ফেস স্ক্র্যাব তৈরী করতে লাগবে লেবু ,চিনি ও মধু। এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ানিন। আপনার প্রয়োজন মতো পরিমান নিন ,এরপর আপনার ফেস ও গলাতে লাগিয়ানিন। ২-৩মিনিট হালকা মাসাজকরুন ,তারপর আরো ২মিনিট রেখে ঠান্ডা জল দিয়া ভালোকরে মুখ ধুয়েনিন। এবং শুকনো তোয়ালে দিয়া মুখ তা ভালোকরে মুছে মুখ তা শুকনো করেনিন for Make Golden Facial at Home in Bengali । 
এই স্ক্র্যাব আপনার ফেস এর ময়লা দূরকরবে এবং মৃত কোষ দূরকরতে সাহায্য করবে। লেবু প্রাকৃতিক ব্লিচ হিসাবেও বেবহার হয়।  লেবু  আপনার ফেস এর দাগ দূর করতে সাহায্য করবে।  
আর মধু স্কিনের ময়শ্চারাইযার হিসাবে কাজকরে। এটি আপনার স্কিন লাইটেন এবং ব্রাইটেন করবে।

৩. ফেস ম্যাসাজ প্যাক - Make Golden Facial Face Massage Pack at Home

ফেস ম্যাসাজ প্যাক বানাতে লাগবে এলোভেরা জেল ,লেবুর রস ও অলিভওয়েল। এই সব উপাদান ভালোকরে মিশিয়া নিন ,এরপর ফেস এ ও গলাতে  লাগান এবং ১০ মিনিট হাল্কা হাতে ম্যাসাজ করুন। এটি আপনার স্কিনকে স্মুদ এবং গ্লোইং বানাতে সাহায্য করবে। আর যদি স্কিনে দাগ ছোপ  থাকে  সেটিও পরিষ্কার করবে। ১০মিনিট হয়েগেলে ঠান্ডা জল দিয়া ফেস ভালোকরে ধুয়ে নিন এবং শুকনো তোয়ালে দিয়া ভালোকরে ফেস মুছে শুকনো করেনিন।
How to Make Golden Facial at Home in Bengali - ঘরোয়া উপায়ে গোল্ড ফেসিয়াল করুন
How to Make Golden Facial at Home in Bengali - ঘরোয়া উপায়ে গোল্ড ফেসিয়াল করুন

৪. গোল্ড প্যাক - Make Golden Facial Gold  Pack at Home

গোল্ড প্যাক বানাতে লাগবে বেসন ১চামচ  ,হলুদগুঁড়ো১চামচ  [কাঁচা হলুদ বাটাও নিতেপারেন ] ,কাঁচা দুধ ১/২চামচ, রোজ ওয়াটার /গোলাপ জল ১/২চামচ ও মধু ১চামচ। এবার সব উপকরণ একটি পাত্রে নিয়া ভালোকরে মিশিয়া একটি পেস্ট বানিয়া নিন for Make Golden Facial at Home in Bengali। 
এবার এই প্যাক টি আপনি আপনার মুখে ও গলাতে ঘন করে লাগিয়ানিন। আপনি আপনার প্রয়োজন মতো উপাদান গুলির পরিমান কমাতে ও বাড়াতে পারবেন। এরপর ১৫-২০মিনিট মুখে ও গলায় লাগিয়া অপেক্ষা করুন। তারপর সুকিয়াগেলে হালকা জল ছিটিয়ে ফেস ও গলা হালকা হাতে ম্যাসাজ করুন ১-২মিনিট। তারপর ভালোকরে জল দিয়া ধুয়েনিন। এই মাস্ক আপনার স্কিনকে গোল্ডেন কালার করতে সাহায্য করবে। 
গোল্ডেন প্যাক বানাতে আমরা যেসব উপকরণ ব্যাবহার করেছি সেইসব উপকরণ আমাদের স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করবে।

...গোল্ড ও সিলভার ফেসিয়াল প্যাক বাজারেও কিনতে পাওয়াযায়। আপনারা সেগুলো বাড়িতে এনে ব্যাবহার করতেপারেন। এই ২টি ফেসিয়াল কিডস আর জন্য ভালো ব্র্যান্ড হলো - নাচার্স ,বায়ো ফ্রেশ ,ভি এল সিসি ইত্যাদি।    

Post a Comment

নবীনতর পূর্বতন
close